গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি কেন নয়, হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৫:২১

কোটা সংস্কার আন্দোলনে গুলি ও হামলা চালিয়ে শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে হত্যার নির্দেশদাতা ও দায়ীদের বিচারের মুখোমুখি কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আমি রিট করেছি। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’

তিনি বলেন, রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন- তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছিল। কিন্তু আদালত এ ধরনের নির্দেশনা দেননি। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি আদালতে মামলা করতে পারব বলে ‘লিবার্টি’ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার হাইকোর্টে এই রিট করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয় বলে জানান আইনজীবী।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/কেএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এস আলমের সম্পত্তি বিক্রি ও স্থানান্তরে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনার নামে ৩ হত্যা মামলা

হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ তিন দিনের রিমান্ডে

ঢাকার ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিচারপতি মানিককে

সালমান, আনিস, পলক, মানিক ও মামুনকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ 

শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১৫ আনসার সদস্যকে

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রিমান্ড স্থগিত, অন্য মামলায় আবেদন

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন তিন দিনের রিমান্ডে 

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় মেনন ৩ দিনের রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :