রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে রাজশাহীতে সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর জিরো পয়েন্টে এ সমাবেশ করেন তারা।
এর আগে সকাল দশটায় নগরীর তালাইমারী, রেলগেট ও সিএন্ডবি থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষকদেরও অংশ নিতে দেখা যায়।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে শেখ হাসিনার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
রাবি শিক্ষার্থী মোজাহিদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে রাজশাহীর অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছি। এই বাংলার বুকে তাদেরকে আর ঠাঁই দেওয়া হবে না। আমরা যখন মরতে শিখেছি আমাদের আর কোনো দিন আওয়ামী লীগ মারতে পারবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা বলেন, ‘অতিদ্রুত বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে৷ এই দল সমূলে উৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মামুন হোসেন বুলবুল বলেন, এই হাসিনা সরকার আমার প্রিয় সন্তানদের হত্যা করেছে ৷ এক দফার আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা হাসিনার পতন করেছে ৷ তোমাদের অভিভাবক হয়ে আমি গর্বিত। যতদিন হাসিনার প্রেতাত্মারা এই দেশে থাকবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই সরকার আমাদের পরাধীন জাতিতে পরিণত করেছিল। আজ গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর স্বাধীনতা অর্জিত হয়েছে। এবার দেশ গড়ার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে ৷
রাবির আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিজাম উদ্দিন বলেন, এ দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আজ এই জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়ার সাহস কারও ছিল না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে ৷
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষক-শিক্ষার্থীরসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)

মন্তব্য করুন