শামীম ওসমান সন্ত্রাসী বলে দল তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়নি: গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শামীম ওসমান রাজনীতির সঙ্গে নয়, চাঁদাবাজি আর দখলবাজিতে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেছেন, এ জন্য দল তাকে কোনো গুরুত্ব পদে জায়গা দেয়নি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজী ইব্রাহিম শপিং কমপ্লেক্স এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শামীম ওসমানকে ইঙ্গিত করে গিয়াস উদ্দিন বলেন, ‘স্বৈরাচারী সরকারের এক সন্ত্রাসী গডফাদার ছিল। সে খেলা হবে, খেলা হবে বলে অনেক হুংকার দিয়েছিল। আজ সে পলাতক। বোরকা পরে পালিয়েছে। ওয়ান ইলেভেনের সময় আমরা আইনের কাছে আত্মসমর্পণ করেছিলাম, তখনও সে অপরাধী বলে বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে যায়।’
আওয়ামী লীগ শামীম ওসমানকে সন্ত্রাসী হিসেবে জানত, তাই তাকে দলের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়নি- এমন দাবি করে বিএনপির নেতা বলেন, ‘সে গার্মেন্ট বন্ধ করে, স্কুল-কলেজ বন্ধ করে, কলকারখানা বন্ধ করে, ভাড়া করে জোরপূর্বক লোক আনত তার জনসভায়। তার সভায় চাঁদাবাজ-দখলবাজরা যেত। তার দলের অনেক নেতাকর্মী আমাদের বলেছে, তার বক্তব্যে তারা লজ্জিত হয়। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে নাই।’
গিয়াসউদ্দিন বলেন, ‘ওসমান পরিবারে দুই সন্তান কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। তারা ছিল দখলবাজি, চাঁদাবাজিতে। বিভিন্ন কারখানায় প্রভাব, ডিশ ব্যবসা ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণই ছিল তাদের প্রধান কাজ। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তাদের ব্যানার টানানো হতো। যে ব্যানারে তাদের ছবি এমনভাবে দেওয়া হতো যে মানুষ দেখলেই তাদের ভয় পেত। এভাবে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে তারা বিদেশে পাচার করেছে।’
শামীম ওসমান অনেক মানুষকে হত্যা ও গুম করেছে অভিযোগ করে বিএনপির সাবেক সাংসদ বলেন, নারায়ণগঞ্জে তকি হত্যাসহ অনেকগুলো হত্যা হয়েছে। আজও পর্যন্ত এর বিচার হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির নেতা বলেন, ‘আপনারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুন। নারায়ণগঞ্জের মানুষ নির্যাতিতদের বিচার চায়। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশ শেষে নেতাকর্মীরা সারিবদ্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী আঞ্চলিক লেনে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত মিছিল করেন।
এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)