ডিএমপির অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারজানা ইয়াছমিনকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) এবং ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) উপকমিশনার কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (নারী পুলিশ) পদায়ন করা হয়েছে।
অবিলম্বে এ পদায়ন কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/কেএম)