দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: মজনু

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, “দেশের প্রতিটি রাষ্ট্রীয় স্তম্ভ ধ্বংস করে এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে দেশের সবচেয়ে ঘৃণিত দল আওয়ামী লীগ। তাদের এ ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।”
তিনি বলেন, “হাজারো ছাত্রজনতাকে হত্যা করে এই ভূমিকে রক্তাক্ত করে হাসিনা তার প্রভূরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। এখনো তাদের রক্তের নেশা কাটেনি। বুধবারও তাদের খুনী বাহিনী বিএনপির দুই নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।”
শুক্রবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।
মজনু বলেন, “শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, খালেদা জিয়ার জন্ম না হলে এদেশে আজীবন গণতন্ত্র কারারুদ্ধ থাকতো। দেশনেত্রীর জন্মদিনে বেগম জিয়ার নির্দেশে আমরা কেক কাটছি না। তিনি (খালেদা জিয়া) বলেছেন, আগে দেশ রক্ষা করো। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তপে পরিণত করে এখন রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। এখন প্রয়োজন জনগণের নিরাপত্তা দেওয়া। বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তি। দেশ বাঁচলে জনগণ বাঁচবে আর জনগণ বাঁচলে দেশের রাজনীতি টিকে থাকবে।”
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সাবেক সদস্য আরিফা সুলতানা রুমা, আনোয়ারুল আজিম, ওমর ফারুক মোল্লাসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/জেবি/এফএ)

মন্তব্য করুন