গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইমনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১৮:১০| আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:৩৫
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. ইমন মিয়া মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ভোর ৬টায় তিনি মারা যান বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

গত আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন ইমন।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুম মো. ইমন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার আত্মীয়স্বজনের প্রতি শোক সমবেদনা জানিয়েছেন।

ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী একনিষ্ঠ কর্মী হিসেবে মো. ইমন মিয়া জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায্যতার আন্দোলনে দেশমাতৃকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভূমিকা পালন করে গেছেন। জীবন দিয়ে ইমন দেশমাতৃকার প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রমাণ করে গেলেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা