ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাত গণমাধ্যমে হামলায় সারা দেশে প্রতিবাদ-নিন্দা 

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ১৬:৪৮| আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৭:২৫
অ- অ+

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা। আজ মঙ্গলবার এসব প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই হামলাকে পরিকল্পিত হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান বক্তারা। তারা এতে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। সাম্প্রতিক সময়ে অন্যান্য মিডিয়া হাউজে হামলার ঘটনারও প্রতিবাদ জানান বক্তারা।

এর আগে সোমবার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, রেডিও ক্যাপিটালসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

মঙ্গলবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর মসিহ রানা, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি মো. খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমেদ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, ডেইলি সানের প্রতিনিধি এস এম শাহাদাত, সাংবাদিক নাজমুল হুদা (সংগ্রাম), মাহবুব আলম প্রিয় (খোলা কাগজ ও নাগরিক টিভি), জাহাঙ্গীর মাহমুদ (কালবেলা), আতাউর রহমান সানি (দেশ রূপান্তর), রিপন মিয়া (এশিয়ান টিভি), মাহমুদুল হাসান নয়ন (বঙ্গ টিভি), ফয়সাল আহমেদ (মোহনা টিভি), রুবেল আহমেদ, শরীফ ভূইয়া, বিপ্লব হাসান, জিন্নাত হোসেন জনি (করতোয়া), তানজিলা প্রমুখ।

কুমিল্লা

কুমিল্লা নগরীতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেন।

নিউজ ২৪ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, বাসস ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি জেলার জ্যেষ্ঠ সাংবাদিক অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতি-কুমিল্লার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুসা, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবদুর রহমান, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল প্রমুখ।

কর্মসূচিতে অংশ নেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক এম সাদেক, এখন টেলিভিশনের মাসুদ আলম, প্রতিদিনের সংবাদের মারুফ আহমেদ কল্প, দৈনিক ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, কুমিল্লার বার্তার শামছুল আলম রাজন, বাংলা ট্রিবিউনের আবদুল্লাহ আল মারুফ, দৈনিক দেশের কন্ঠের ফেরদৌস মিঠু, একুশে সংবাদের জুয়েল রানা মজুমদার, চেতনায় ৭১ এর মাইনুল হাসান স্বপন, কালের কণ্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, কালবেলার আবু জাফর মোহাম্মেদ সালেহ, দৈনিক রূপসী বাংলার ফারুক আজম, একুশে সংবাদের নারায়ণ কুণ্ডু, দৈনিক ইনকিলাবের জহিরুল ইসলাম মারুফ, আজকের বিজনেস বাংলাদেশের আয়েশা আক্তার, ঢাকা টাইমসের জাহিদ হাসান নাইম, মেঘনা টিভির সাইফুল ইসলাম, দৈনিক আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, দেশ রূপান্তরের সুজন মজুমদার‍, বাংলাদেশ সমাচারের এন সি জুয়েল, আমাদের কুমিল্লার পুতুল আক্তার, সাংবাদিক বাবর হোসেন, সমাজ কণ্ঠের মোতালেব হোসেন, বসুন্ধরা শুভসংঘের কাজী এয়াকুব আলী নিমেলসহ শতাধিক সংবাদকর্মী।

পাবনা

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, রেডিও ক্যাপিটালসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার পাবনায় গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

নিউজ টুয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানার সঞ্চালনায় মানববন্ধন শেষ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, কালের কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুল ইসলাম রেমন, সাংবাদিক আবুল কালাম আজাদ, পাভেল মৃধা, শাহিন রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।

ঝালকাঠি

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও ডেইলি সান পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ডেপুটি কমান্ডার প্রবীণ সাংবাদিক দুলাল সাহা, সময় টেলিভিশন প্রতিনিধি পলাশ রায়, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক নাসির উদ্দিন কবির, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝলকাঠি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি রহিম রেজা।

নাটোর

মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালিতে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালের কণ্ঠ নাটোর প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি নাসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

রাঙ্গামাটি

মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নেন।

নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমুর সভাপতিত্বে এতে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনছুর আহমেদ, বাংলা নিউজ২৪ ডটকমের প্রতিনিধি মো. মঈন উদ্দীন বাপ্পী ও সাংবাদিক নির্মল বড়ুয়া, চ্যানেল২৪-এর রাঙামাটি প্রতিনিধি জেয়াউল হক, সাংবাদিক বিহারি চাকমাসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কালবেলার প্রতিনিধি মিরাজ শিকদার, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক রাজিব হোসেন রাজন, সময় টেলিভিশনের প্রতিনিধি বি এম ইস্রাফিল, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ।

মাদারীপুর

মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেন জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি সাগর হোসেন তামিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদারীপুর সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বাংলাদেশ বেতারের মাদারীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল, এনটিভির সাংবাদিক এ আর মর্তুজা, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, চ্যানেল আইয়ের প্রতিনিধি রাহাত হোসাইন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু, সাংবাদিক ফায়েজুল শরীফ, গাউচ-উর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্যদেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, এমজে আলম, সাইফুল ইসলাম স্বপন, কামাল উদ্দিন, আতাউর রহমান মনির, আনিস কবির, জহিরুল ইসলাম শিবলু ও পলাশ সাহা প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের গণমাধ্যমকর্মী’র ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যদেন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, এমএম আলাউদ্দিন, নাজমুল হক স্বপন, রফিকুল ইসলাম, এম এ মামুন, জামান আখতার, জান্নাতুল আওয়লিয়া নিশি, হুসাইন মালিক মেহেরাব্বিন সানভী।

(ঢাকাটাইমস/২০আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা