বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১২টি গুলিবিদ্ধ শিক্ষার্থী পিয়াসের চিকিৎসা বন্ধ টাকার অভাবে

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৪, ১৩:০৭| আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩:১৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১২টি গুলিবিদ্ধ পিয়াসের চিকিৎসা থেমে গেছে টাকার অভাবে। ইতিমধ্যে ধারদেনা করে পাঁচ লাখ খরচ করেছেন পিয়াসের গরিব বাবা। এখন অন্যের সাহায্য ছাড়া ছেলের চিকিৎসা করা সম্ভব না তার পক্ষে।

ফেনীর দাগনভূঞা পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড চৌধুরী কাজীবাড়ির পান দোকানদার মো. বাহার উদ্দিনের ছেলে তাজিম উদ্দিন পিয়াস। ফেনী আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন পিয়াস। আগস্ট মহিপালে আন্দোলন চলার সময় পিয়াসকে এলোপাতাড়ি গুলি করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। এতে তার গায়ে ১২টি গুলি বিদ্ধ হয়।

ফেনী সদর প্রাইভেট হাসপাতাল ঘুরে সাতটি গুলি বের করা হয় পিয়াসের শরীর থেকে। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আরও পাঁচটি গুলি বের করতে পারেনি স্থানীয় হাসপাতাল। তাকে ঢাকায় নিয়ে যেতে বললে দরিদ্র বাবা আত্মীয়-স্বজন থেকে ধারদেনা করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। এতে ব্যয় হয় প্রায় লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে সম্পূর্ণ চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসেন তারা।

পিয়াস তার পরিবার এখন চরম অর্থকষ্টে আছে। সরকার, ব্যক্তি বিভিন্ন সংগঠন থেকে আর্থিকভাবে সহযোগিতা করলে দারিদ্র পরিবারটি তার সন্তানের চিকিৎসা চালিয়ে নিতে পারবে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা