আতঙ্কে ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ পুলিশকে বুঝিয়ে দিল বিজিবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাঙামাটির লংগদু উপজেলার কাঁঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির আতঙ্কিত সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য দ্রব্যাদি পুলিশকে বুঝিয়ে দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি। এই জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে লংগদু উপজেলার কাঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে গত ৭ আগস্ট তাদের সব অস্ত্র, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য ব্যবহার্য সরকারি দ্রব্যাদি রেখে সিভিল পোশাকে ক্যাম্প ছেড়ে যান।
খবরটি বিজিবি জোনে পৌঁছালে রাজনগর বিজিবি জোন থেকে ৩৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলমের নেতৃত্বে অর্ধশতাধিক বিজিবি সদস্য অস্ত্র, গোলাবারুদ ও সরকারি সম্পত্তির নিরাপত্তার জন্য ওই পুলিশ ক্যাম্পে যান। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা সেখানে থাকা ৪৯টি আগ্নেয়াস্ত্র, ৫৫৪৯ রাউন্ড তাজা গুলিসহ অন্যান্য সরকারি দ্রব্যাদি বিজিবির হেফাজতে নিয়ে আসেন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশ সদস্যরা কাজে যাগ দিলে গত ১৯ আগস্ট প্রথম ধাপে ১৬টি আগ্নেয়াস্ত্র ও ২৪৪০ রাউন্ড তাজা গুলি কাঁঠালতলী এপিবিএন পুলিশ ক্যাম্পের কমান্ডার এসআই আব্দুল্লাহ আল কাফির কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকি অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের কাজ চলছে।
আপৎকালে অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা দেওয়ায় বিজিবি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান খাগড়াছড়ির মহালছড়ি ৬ এপিবিএনের অধিনায়ক।
(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

মন্তব্য করুন