লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্তরে মাঝে শুকনো খাবার বিতরণ

রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়িতে বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছে লংগদু উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়।
শুক্রবার (২৩ আগস্ট) ছায়ানীড়ের পক্ষ থেকে উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন,জ্বর এবং ডায়রিয়ার ওষুধ।
সংগঠনের সভাপতি হারুনুর রশিদ বলেন, ছায়ানীড় প্রতিষ্ঠা হয়েছে গরীব অসহায় দুস্থ মানুষের কল্যাণের জন্য। ছায়ানীড় সে আলোকে লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গরীব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর ইয়ারাংছড়ি পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে যেকোনো পরিস্থিতিতে মানুষের কল্যাণে কাজ করতে ছায়ানীড় সেচ্ছাসেবী সংগঠন বদ্ধপরিকর।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএস)

মন্তব্য করুন