বগুড়ায় হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার রাত সাড়ে ১০টায় ভাটকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘হত্যা এবং বিস্ফোরক আইনে ঝুনুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/এজে)

মন্তব্য করুন