সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৩১৪ জনের নামে মামলা

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ অজ্ঞাত আরও ৩১৪ জনের নামে মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে ফুলপুর থানায় আব্দুল কাদের নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শরীফ আহমেদ ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র শশধর সেনসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার থেকে জানা গেছে, গত ২০ জুলাই ফুলপুর-শেরপুর সড়কের আমুয়াকান্দা এলাকায় দুপুর একটার দিকে শরীফ আহমেদ ও হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা আব্দুল কাদেরকে ধাওয়া করে। এসময় তিনি স্থানীয় ইসলাম উদ্দিনের দোকানে আশ্রয় নিলে সেই দোকানের শাটার কুপিয়ে ভাঙচুর করে দোকানে প্রবেশ করে সাড়ে ৩ লাখ টাকার কাপড় ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ফুলপুর এলাকায় নাশকতার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএস)

মন্তব্য করুন