সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, ছেলের অবস্থাও আশঙ্কাজনক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ০৯:৩৬
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় স্বামী হাবিবুর রহমান এবং সোমবার সকালে স্ত্রী লায়লা বেগমের মৃত্যু হয়। এছাড়া তাদের ছেলে রিফাত হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।

এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত লায়লা বেগমের ভাই মীর বাছেদ মিয়া।

গত ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামে চুলায় আগুন ধরাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে দগ্ধ হন হাবিবুর রহমান ও তার স্ত্রী-সন্তান।

এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরদিন বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জ্বালাতে আগুন দিলে ঘরের মধ্যে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লায়লা বেগম (৫০), তার স্বামী হাবিবুর রহমান (৫৫) ও ছেলে রিফাত হোসেনের (২৫)গায়ে আগুন লেগে যায়।

এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, ‘গ্যাসের আগুনে দগ্ধ দুজনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।’

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জন আটক
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা