কলাপাড়ায় দুর্বৃত্তের হাতুড়িপেটায় পা ভাঙল ইউপি চেয়ারম্যানের

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১০:২৮
অ- অ+

পটুয়াখালীর মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনছার উদ্দিন মোল্লাকে কুপিয়ে জখম ও হাতুরিপেটা করে একটি পা ভেঙে ফেলা হয়েছে। সোমবার বিকালে মৎস্য বন্দর আলিপুরে লতাচাপলী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় বসে অফিসিয়াল কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়িপেটা করে চেয়ারম্যানের একটি পা ভেঙে ফেলে।

এ সময় মহিপুর থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে চেয়ারম্যানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে গুরুতর আহত আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘আমি পরিষদে কর্মরত থাকা অবস্থায় বিএনপির নেতৃত্বে অর্ধশতাধিক লোক এসে আমার উপর হামলা চালায়। আমাকে তারা কুপিয়েছে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দিয়েছে। মহিপুর থানা পুলিশকে অবগত করা হলেও সেনাবাহিনীর সদস্যরা এসে আমাকে উদ্ধার করেন।’

লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, ‘ইউনিয়ন পরিষদের সামনে থেকে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাসেল শিকদার ও যুবদলের সাংগঠনিক সম্পাদক এমাদুলের উপর আওয়ামী লীগের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় তাদের উদ্ধার করতে আমাদের লোকজন সেখানে যায়। তার উপরে কে হামলা চালিয়েছে এ বিষয়ে আমার জানা নেই।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার উপরে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে এমন খবরে মহিপুর থানা পুলিশের একটি টিম এবং সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা