বোয়ালমারীতে আগুনে ৪ দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৬:১১| আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৬:২৭
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়স্থ তানভীর মার্কেটে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওয়াপদা মোড়স্থ মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে অবস্থিত তানভীর মার্কেটের ৪টি দোকানই আগুনে ভস্মীভূত হয়েছে। এর তিনটিতে অর্পিতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সঞ্জয় পাল দাহ্য পদার্থ পেট্রোল, অকটেন, মবিল ও মোটরসাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই সাথে মোটরসাইকেলের সার্ভিসিংয়ের একটি ওয়ার্কশপ রয়েছে তার। এছাড়াও একই মার্কেটে সাজু মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী মুদি ও চায়ের দোকানের ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায় ব্যবসায়ীরা। রাত ১টার দিকে পথচারীরা সঞ্জয় পালের দোকানে আগুন দেখতে পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। এ সময় দোকানে থাকা পেট্রোল ডিজেলের ড্রাম বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও দাহ্য পদার্থের পাত্র বিস্ফোরণের ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন।

আগুনে অর্পিতা এন্টারপ্রাইজের সার্ভিসিংয়ে থাকা ৪টি মোটরসাইকেলসহ সব মালামাল ও সাজু মিয়ার মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সঞ্জয় পাল জানান, সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল আমার প্রতিষ্ঠানে। ১৫ লাখ টাকা ঋণ করে মালামাল উঠিয়েছিলাম। এ ছাড়া কাস্টমারের চারটি মোটরসাইকেলও ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনেন্দ্রনাথ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আমাদের তিনটি দল ও স্থানীয়দের সহায়তায় পানি ও গ্যাস দিয়ে দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুজন ব্যবসায়ীর সব কিছু পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা