রাজবাড়ীতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪৪ জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৬:১৫
অ- অ+

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা গুলিবর্ষণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা হয়েছে। উৎস সরকার নামের এক শিক্ষার্থীর করা এই মামলায় অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তি আসামি।

মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান। রাজবাড়ী সদর উপজেলার বাবলু সরকারের ছেলে উৎস সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সক্রিয় সদস্য ছিলেন।

মামলার আসামিরা হলেন- রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, পৌর স্বেচ্ছাসেবক লীগের ইফতি হক সৌরভ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামাল খান, শরীফ,সুমন, স্বাধীন, অনিক, শরীফ, সুমন শেখ, মাসুদ রানা মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা গৌতম, মিতুল, শেখ মো. আবির, নাহিদ, ছাত্রলীগ নেতা ফাইজুর রহমান নিলয়, আতাহার, ফাহিম, রাসেল, সুনাই সরদার, মো. রমজান আলী রনো, ফরিদ, নিপু, মমিন, মোহাম্মদ করিম, সোহেল মোল্লা, পারভেজ মোল্লা, আরজুন শেখ, রমজান শেখ, পৌর নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর, হান্নান সরদার, মো. আব্দুল রাজ্জাক, সদর উপজেলা ছাত্রলীগ নেতা পিংকন, রেজওয়ান, তমাল, ইমরান, ছাত্রলীগ সভাপতি রাব্বি, রব্বানী।

ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি দ্রুত তদন্ত করে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম আদালতে প্রতিবেদন দেবেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা