আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক লোকমান, সচিব সোহেল রানা

'দেশের স্বার্থে সাংবাদিকতা' এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি মো. লোকমান হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার সাভার প্রতিনিধি মো. সোহেল রানাকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়া প্রেসক্লাবে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাভারে কর্মরত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন স্থানীয় দৈনিক আলোকিত কণ্ঠ পত্রিকার সম্পাদক ওমর ফারুক ও দেশ টিভির সাভার প্রতিনিধি মো. শাহীনুর রহমান শাহীন।
কমিটির সদস্যরা হলেন— শেফালী খাতুন মিতু (বাংলা ভিশন), রাউফুর রহমান পরাগ (দৈনিক ইনকিলাব), মো. হুমায়ুন কবির (দৈনিক কালবেলা), জাহাঙ্গীর আলম রাজু (দৈনিক প্রতিদিনের কাগজ), ইমতিয়াজুল ইসলাম জীবন (দৈনিক বাংলা), আসলাম হাওলাদার (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মোহাম্মদ ইয়াসিন (দৈনিক স্বাধীন বাংলা)
(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)

মন্তব্য করুন