ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ ঘণ্টা ধরে তীব্র যানজট

দীর্ঘ ১০ ঘণ্টায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত তীব্র যানজট রয়েছে। ফলে যানবাহন থেমে থেমে চলাচল করতে দেখা গেছে। বুধবার ভোর ৫টা থেকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এদিন দুপুর ৩টায় মহাসড়কের কাঁচপুর ব্রিজ অংশে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য দেখা যায়।
হিমাচল পরিবহনের বাসচালক পল্টু বলেন, ‘সকাল থেকে জ্যামে আটকে আছি, গাড়ি সহজে নড়ছে না। একটু সামনে গেলে আবার ১-২ ঘণ্টা বসে থাকতে হয়।’ বাসের সহকারী সৈকত বলেন, ‘সায়দাবাদ থেকে বাস ছাড়া আইছি ৪ ঘণ্টা হইছে, এখনো চিটাগংরোড পার হইতে পারি নাই কহন কুমিল্লা যাইয়া পৌঁছামু জানি না।’
সনিয়া আক্তার নামে এক যাত্রী বলেন, ‘৩ ঘণ্টা ধরে জ্যামে আটকায় আছি, এখন শরীর খারাপ হয়ে গেছে। বাচ্চাগুলো গরমে বমি করছে, বাস একটু যায় তো যায় না। এতে বাচ্চাদের আরও সমস্যা হচ্ছে।’ কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে একাধিকবার ফোনকল দিলেও তিনি তা রিসিভ করেননি।
(ঢাকা টাইমস/২৮আগস্ট/এসএ)

মন্তব্য করুন