ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ ঘণ্টা ধরে তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, ১৫:৩২
অ- অ+

দীর্ঘ ১০ ঘণ্টায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত তীব্র যানজট রয়েছে। ফলে যানবাহন থেমে থেমে চলাচল করতে দেখা গেছে। বুধবার ভোর ৫টা থেকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

এদিন দুপুর ৩টায় মহাসড়কের কাঁচপুর ব্রিজ অংশে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কারণে অসংখ্য ত্রাণের যানবাহন এবং অ্যাম্বুলেন্স উল্টোপথে চট্টগ্রামের দিকে যাচ্ছে। বিপরীতে, যানবাহনের অভাবে মহাসড়কের ঢাকামুখী লেন একেবারে ফাঁকা হয়ে পড়েছে। লেনটিতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

হিমাচল পরিবহনের বাসচালক পল্টু বলেন, ‘সকাল থেকে জ্যামে আটকে আছি, গাড়ি সহজে নড়ছে না। একটু সামনে গেলে আবার ১-২ ঘণ্টা বসে থাকতে হয়।’ বাসের সহকারী সৈকত বলেন, ‘সায়দাবাদ থেকে বাস ছাড়া আইছি ৪ ঘণ্টা হইছে, এখনো চিটাগংরোড পার হইতে পারি নাই কহন কুমিল্লা যাইয়া পৌঁছামু জানি না।’

সনিয়া আক্তার নামে এক যাত্রী বলেন, ‘৩ ঘণ্টা ধরে জ্যামে আটকায় আছি, এখন শরীর খারাপ হয়ে গেছে। বাচ্চাগুলো গরমে বমি করছে, বাস একটু যায় তো যায় না। এতে বাচ্চাদের আরও সমস্যা হচ্ছে।’ কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে একাধিকবার ফোনকল দিলেও তিনি তা রিসিভ করেননি।

(ঢাকা টাইমস/২৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবীনগরে মেঘনায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
পথচারী ও সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়া মামলায় আসামি আরও যেসব শোবিজ তারকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা