মিরপুরে জাতীয় পার্টির জনসভা
পরাজিত শক্তি মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই: আহসান হাবিব লিংকন

পরাজিত শক্তি মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব (কাজী জাফর) আহসান হাবীব লিংকন।
বুধবার বিকালে কুষ্টিয়ার মিরপুরে ঈগল চত্বরে জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তির ঐক্য চাই। বড় দল হিসেবে এই ঐক্য প্রতিষ্ঠা বিএনপির দায়িত্ব। যেকোনো সময় ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঘটতে পারে। আধিপত্যবাদী শক্তি তাদের পরাজয় মেনে নিতে পারেনি। নানা ষড়যন্ত্রে এই ঐতিহাসিক বিজয়কে পরাজিত করতে তারা তৎপর রয়েছে।
লিংকন বলেন, পতিত হাসিনা সরকার ছিল নিশি রাতের সরকার। হাসিনার আমলে যা ঘটেছে তা বাংলার ইতিহাসে ঘটেনি। যার কারণে এ দেশ থেকে এক কাপড়ে তাকে বিদায় নিতে হয়েছে। ‘শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের মানুষ এখন সব বোঝে। ফলে কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না।
তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের এই বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নয়। আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও দুঃশাসনের নজির সৃষ্টি করেছিল। এ কারণে তাদের পতন হয়েছে। আমাদের বর্তমান দায়িত্ব হলো, সব ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’
উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহবুল ইসলাম জোয়ার্দার। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি কেএম জাহিদ হাসান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল রশিদ জুয়েল।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/পিএস)

মন্তব্য করুন