পদ্মার এক কাতলা বিক্রি হলো ৩৯ হাজারে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া একটি কাতলা ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
রবিবার সকাল ৭টায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছের ওজন ২২ কেজি ৩০০ গ্রাম।
স্থানীয়রা জানায়, সকাল ৭টায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৮টার দিকে জেলে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে এনে ওজন করলে ২২ কেজি ৩০০ গ্রাম হয়। পরে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে মাছটি ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। চান্দু মোল্লা তার ফেসবুকে মাছটি আপলোড করেন। পরে ফেসবুকে দেখে ঢাকার এক ব্যবসায়ী ৩৯ হাজার ৬০০ টাকায় মাছটি কেনেন বলে জানা গেছে।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর ৭ নম্বর ফেরী ঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে সেই ঘাটে গিয়ে জেলে অছেল হালদারের কাছ থেকে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। পরে ঢাকার এক পার্টির কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করি। মাছটি বিক্রি করে আমার ১ হাজার ১০০ টাকা লাভ হয়েছে।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজিব বলেন, ‘বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা এসব মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।’(ঢাকা টাইমস/০১সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন