মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০
অ- অ+

মাদারীপুরের রাজৈরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুটি বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে কেউ নিহত না হলেও দুই বাসের চালকসহ ১৫ জন আহত হয়েছেন।

রবিবার দুপুরের দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাড়ে আটকা পড়ে ছোটবড় শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনালী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বলাকা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে দুই বাসের চালকসহ আহত হন ১৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢাকা-বরিশাল মহাসড়কে আটকা পড়া যানবাহন সরাতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করে থানা পুলিশও।’

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা