শ্রীপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলল স্ত্রী
গাজীপুরের শ্রীপুরে পৌরসভার চন্নাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে আব্দুর রাজ্জাক নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলছে দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তার হওয়া দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন আক্তার (২২) বি-বাড়ীয়া জেলার নাসির নগর থানার জামারবাড়ী গ্রামের নাসির মিয়ার মেয়ে।
আহত আব্দুর রাজ্জাক (৩২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি জেলার উপজেলায় চন্নাপাড়া গ্রামের আমির হামজার বাড়ির ভাড়াটিয়া।
ঘটনার পর আহত রাজ্জাককে তার স্বজনরা চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার এস আই ওয়াহিদ মিয়া বলেন, সকালে আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী একটি ধারালো দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গসহ অণ্ডকোশ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী ইয়াসমিনকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার রাজ্জাকের পরিবার থানায় আসতেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।’
(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/পিএস)