ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২
অ- অ+

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

রবিবার সকালে উত্তর ইসরায়েলের একটি শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ঘোষণা দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি।

এর কয়েক ঘণ্টা আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিনজন বেসামরিক কর্মী নিহতের ঘটনার প্রতিশোধ নিতেই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

হিজবুল্লাহ জানায়, তারা লেবাননের ফ্রউন গ্রামে জরুরি সেবা কর্মীদের ওপর শত্রুর আক্রমণের হামলার জবাবে রবিবার ভোরে কিরিয়াত শমোনা এলাকায় ফলাক রকেট নিক্ষেপ করেছে।

শনিবার লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ গ্রামে আগুনে তিনজন জরুরি সেবা কর্মী নিহত হয়েছেন। আহত আরও দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

লেবাননের সিভিল ডিফেন্স বলেছে, অগ্নিনির্বাপণ মিশন শেষে ফেরত আসা তিন কর্মচারীকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় তারা নিহত হন।

একটি সরকারি সংস্থার দলের ওপরে এমন ‘নির্লজ্জ হামলার’ নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন’।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা