সাফ জয়ী জাতীয় দলের ফুটবলার মিরাজুলকে ঝালকাঠিতে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:০২
অ- অ+

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলের অন্যতম সদস্য মিরাজুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব। সোমবার বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাব হলরুমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

মিরাজুল ইসলাম অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে কৃতিত্ব গড়ায় জাতীয় দলে স্থান পেয়েছেন।

সংবর্ধনা প্রদানকালে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মিরাজুল চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এছাড়া জোড়া গোল করে ফাইনালে ম্যাচসেরা হন এই তরুণ।

মিরাজুলের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে। তিনি ঝালকাঠি শহরের থানা রোডে ছোট থেকে বেড়ে উঠেছেন।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা