কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় দুইটি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং এক ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া-এর একটি চৌকস দল কর্তৃক উপজেলার লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ৭টি চাকু, ৬টি চাপাতি, ২১টি মেমরি কার্ড, ৩টি সিমকার্ড, ৩টি মোবাইল ও ৪টি কম্পাসসহ সক্রিয় ডাকাত সদস্য মো. শাহরিয়ারকে (৩৪) কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।তিনি আরও বলেন, আটক ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন