শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে আরও এক হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রাব্বি মিয়া মৃত্যুর ঘটনা সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে ৬৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে।

বুধবার রাতে নিহতের ভাই অন্তত মিয়া (২৬) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

ঢাকা টাইমসকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমিরি ওসমান (৪৫), মহানগর আ.লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আ.লীগ সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২), কাউন্সিলর মতিউর রহমান মতিসহ (৫৫) আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় নাসিক ১নং ওয়ার্ডস্থ পাইনাদী নতুন মহল্লার ১০তলা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি মিয়া। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এই মামলার ১, ২ ও ৩ নং আসামি অর্থাৎ শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিন হাজীর নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :