এক দশক পর দেশে ফিরে সিজদায় লুটিয়ে পড়লেন সাংবাদিক মুশফিকুল ফজল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪
অ- অ+

দীর্ঘ নয় বছরেরও বেশি সময় পর দেশে ফিরলেন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। দেশের মাটিতে পা রেখেই স্রষ্টার কৃতজ্ঞতাস্বরূপ সিজদায় লুটিয়ে পড়েন সাংবাদিক ফজল আনসারী।

বৃহস্পতিবার দুপুরে (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আলোচিত এই প্রবাসী সাংবাদিক। এর আগে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ডালাস এয়ারপোর্ট থেকে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

নিউ ইয়র্কে তিনি অনলাইন পোর্টাল জাস্ট নিউজ বিডি ডটকম এর সম্পাদনার দায়িত্ব পালনের পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে নানা প্রশ্ন করতেন।

সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে দেশ ছাড়তে বাধ্য হন এই সাংবাদিক।

ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে মুশফিকুল ফজল আনসারী এক বার্তায় বলেন, ‘এতদিন পর দেশে ফিরবো ভেবে আমি রোমাঞ্চিত। দেশে প্রিয়জন, বন্ধুবান্ধব, ছাত্র-শিক্ষক এবং সাংবাদিকদের সাথে আবার মিলিত হওয়ার অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারী মুক্ত করা হয়েছে। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে। একজন নোবেল জয়ী অধ্যাপক দেশের ক্রান্তিকালীন অভিভাবকত্ব গ্রহণ করেছেন, জাতি হিসাবে এটা আমাদের গর্বের।’

মুশফিকুল ফজল আনসারীর প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব এক সংবর্ধনা ও মতবিনিময় সমাবেশের আয়োজন করছে।

মুশফিক ফজল আনসারী মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সা‘উথ এশিয়া পারসপেক্টিভস’-এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনি জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন।

দেশে থাকতে মুশফিকুল ফজল দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্ট। ওয়ার্কএক্সিপিরিয়েন্স রিপোর্টার হিসাবে কাজ করেছেন বিশ্বখ্যাত বৃটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Nexus Café Palace & July Revolution Memorial Library Inaugurated in Baridhara
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা