ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ সেবায় অংশ নিন, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কুমিল্লার নাঙ্গলকোট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংক কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এসপিও নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, আইএফএস পরিচালক এস এম আমিনুল হক মাওলা, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা এস এম মহি উদ্দিন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, মাওলানা নুরুজ্জামান খন্দকার, ছাত্র নেতা আবু তৈয়ব তাহমিদ।
এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)