শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০
অ- অ+
অভিযুক্ত রুবেল

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রী মাহমুদা আক্তারকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ১০টার দিকে উপজেলার শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দত্তপুর গ্রামের মোস্তাফার মেয়ে। অভিযুক্ত রুবেল একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

রুবেল স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে নিহতের স্বামী রুবেলকে আটক করা হয়েছে।

নিহতের ছোট বোন মাসুদা বলেন, ‘আমার বড় বোন মেঘনা গ্রুপের কারখানায় চাকরি করতেন। তিনি পরকীয়ায় জড়িত এমন সন্দেহ করতেন রুবেল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাত ১০টার দিকে দুলাভাই মোবাইল ফোনে জানান, বড় আপা খুব অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে আপার মরদেহ দেখতে পাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরীনা জানান, ‘ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামাদ জানান, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে রাতেই আটক করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-মিয়ানমার করিডোর: অর্থনৈতিক সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক বাস্তবতা
সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু 
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে রেল অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা