শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০
অভিযুক্ত রুবেল

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রী মাহমুদা আক্তারকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ১০টার দিকে উপজেলার শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দত্তপুর গ্রামের মোস্তাফার মেয়ে। অভিযুক্ত রুবেল একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

রুবেল স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে নিহতের স্বামী রুবেলকে আটক করা হয়েছে।

নিহতের ছোট বোন মাসুদা বলেন, ‘আমার বড় বোন মেঘনা গ্রুপের কারখানায় চাকরি করতেন। তিনি পরকীয়ায় জড়িত এমন সন্দেহ করতেন রুবেল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাত ১০টার দিকে দুলাভাই মোবাইল ফোনে জানান, বড় আপা খুব অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে আপার মরদেহ দেখতে পাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরীনা জানান, ‘ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামাদ জানান, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে রাতেই আটক করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :