অসহায় মানুষের সহায় জেরিনা আজাদ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৩| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬
অ- অ+

জেরিনা আজাদ ফাউন্ডেশন (জেডএএফ) ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি এনজিও। এটি মূলত একটি বেসরকারি সেবামুলক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই প্রতিষ্ঠান এর মধ্যে দুঃস্থদের চিকিৎসায় সাহায্য করা, অসহায় ভ্রাম্যমান মানুষকে সাহায্য করা, পথশিশুদের জন্য কাজ করা, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান করা, গৃহহীন মানুষদের গৃহ নির্মাণে সহায়তা করা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন দুর্যোগে কাজ করা।

এ বছর জেরিনা আজাদ ফাউন্ডেশন একক অর্থায়নে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রায় মৃত করিম মিয়ার ছেলে আমজাদ মিয়াকে একটি চায়ের দোকান করে দেয়। এছাড়া টাংগাইল জেলার নাগরপুর উপজেলাস্থ ধুবড়িয়া গ্রামের বিধবা জমির উদ্দিনের স্ত্রীকে নতুন ঘর নির্মাণ করে দেয়। এই ঘর নির্মাণে জেরিনা আজাদ ফাউন্ডেশন থেকে সাহায্যের পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশন সহায়তা করে।

এছাড়া কুষ্টিয়ার কবুতরহাট মাদ্রাসার বাসিন্দা ঝুমুর আলীকে ঘর নির্মাণ করে দেয়া হয়। এই ঘর নির্মাণে জেরিনা আজাদ ফাউন্ডেশন ছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশন এবং উপজেলা থেকে সাহায্যের মধ্যমে ঘরটি নির্মাণ করে দেয়া হয়।

এভাবেই বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানুষকে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেরিনা আজাদ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির লক্ষ্য ভবিষ্যতে আরো বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর ২৪/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা