যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন প্রাক্তন দম্পতি টুটুল-তানিয়ার ছেলে

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১
অ- অ+

বিশ্বের সবচেয়ে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন জনপ্রিয় গায়ক এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের বড় ছেলে শ্রেয়াস আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে গায়ক টুটুলেই খবরটি জানিয়েছেন।

রবিবার সকালে অফিসিয়াল পেজে দেওয়া ওই পোস্টে ছেলের সঙ্গে তোলা ছবি এবং বাড়ির ছবি শেয়ার করেছেন টুটুল। ক্যাপশনে লিখেছেন, ‘শোকর আলহামদুলিল্লাহ, আমাদের শ্রেয়াস একটা বাড়ি কিনেছে। এটি আমাদের জীবনের অসাধারণ আনন্দের একটি দিন।’

সন্তানদের জন্য দোয়া চেয়ে টুটুল লেখেন, ‘আপনাদের সময় ও সুযোগ হলে একবার বেড়াতে আসার আমন্ত্রণ রইলো আমাদের এখানে। প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার জন্য দোয়া করি, আল্লাহপাক সবাইকে তুমি ভালো রেখো।’

টুটুলের সেই স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে বাড়ি কেনার টাকা তার ছেলে কোথায় পেল? জবাবে এই গায়ক জানিয়েছেন, শ্রেয়াস বর্তমানে আমেরিকাতে একটি গাড়ি কোম্পানিতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে কর্মরত আছেন।

একজনের মন্তব্য, এ কেমন সন্তান! মাকে দেশে ফেলে রেখে, বাবাকে নিয়ে আনন্দ ফুর্তি, বাড়ি কিনে দেওয়া! এটা বুঝলাম না?’ সেই মন্তব্যের জবাবে টুটুল লিখেছেন, মাকেও দেয়। ওরা মাকে খুব ভালোবাসে। ওদের কাছে মা সবচেয়ে উপরে। আপনি ওদের সম্পর্কে কিছু না জেনেই ভুল বুঝেছেন।’

১৯৯৯ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি এসআই টুটুল ও তানিয়া। তাদের দুই ছেলে শেয়াস আহমেদ ও আরশ আহমেদ। এর মধ্যে শ্রেয়াস বড়, যিনি আমেরিকায় বাড়ি কিনেছেন। ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় শেয়াস-আরমের বাবা-মা টুটুল ও তানিয়ার।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা