এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল: হার্শা ভোগলে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭

রঙিন পোশাকে উজ্জল হলেও, সাদা পোশাকে বরাবরই বিবর্ণ বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। তবে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে নতুন এক বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বর্তমানে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে ভারত সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আর অজয় জাদেজা টাইগারদের মাঝে তেমন সম্ভাবনা না দেখলেও ভিন্ন এক কথা বলছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশ দলের ভারত সিরিজের আগে এই ধারাভাষ্যকারের মন্তব্য, নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলই বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে হার্শা ভোগলে বলেছেন, ‘আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি মাতিয়ে রাখে না। এর কারণও আছে। সত্যি কথা বলতে গেলে, এর আগে বাংলাদেশ যখনই টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ১৩টি টেস্ট খেলেছে ভারতের সাথে, ১১টিতে হেরেছে। ২টি ড্র করেছে বৃষ্টির কারণে। তারা একবার খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচ জেতার। তবে তাদের মধ্যে জেতার খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাইনি।’

হার্শা কথা বলেছেন ২০১৯ সালের কলকাতা টেস্ট নিয়েও। যেখানে ভারতের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা, ‘শেষ বার তাদের দেখেছি ২০১৯ সালে, কলকাতায় দিবারাত্রির ম্যাচে। আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদ্বন্দ্বিতা করার মত, যে ঠিকাছে, আমরা জানি আমরা আন্ডারডগ তবে আমরা লড়াই করব।

এরপরেই ভারতের এই ধারাভাষ্যকার জানালেন শান্তর বাংলাদেশই তার দেখা সেরা টেস্ট দল, ‘এখন আমি কেন বাংলাদেশের ভারত সফর নিয়ে এতটা আগ্রহী হলাম? কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে, এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের সেরা টেস্ট দল।’

হার্শা ভোগলে অবশ্য বাংলাদেশকে সমীহ করলেও ফেবারিট মানছেন ভারতকেই। আর বাংলাদেশের কাছ থেকে চাইছেন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট, ‘ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে।’

আগামী ১৯ আগস্ট চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পরের টেস্ট হবে ২৭ আগস্ট থেকে কানপুরে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :