সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়েছে জাতীয়তবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে একটি মিছিল সমাবেশে যোগ দেয়।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিমের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণতন্ত্র হরণকারী পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে আমরা আজ এখানে সমাবেশে মিলিত হয়েছি। আমরা বিশ্বাস করি এদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে এদেশের নিপীড়িত মানুষের হাল ধরবেন। তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি গণমানুষকে তাদের অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবং গুম, খুন, হামলা ও নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরও বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানাই।
খোরশেদ আলম আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণমানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই নিরাপদ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে।’
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসকে/এসআইএস)