নারায়ণগঞ্জের স্বাধীন-দ্বীন ইসলামের হত্যাকারীদের বিচার দাবি

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে নদী থেকে উদ্ধার করা শিশু ওসমান গণি স্বাধীন এবং গুলিতে নিহত দ্বীন ইসলামের খুনিদের বিচার দাবি করেছেন স্বজনরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে দাবি জানানো হয়। এ সময় নিহত শিশু স্বাধীনের বাবা শাহিনুর রহমান, মা উম্মেহানি মুন্নি, দাদা রেজাউল আলমসহ তাদের স্বজন এবং দ্বীন ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত স্বাধীনের বাবা শাহীন অভিযোগ করেন, ‘তারা জমির জন্য আমার নিষ্পাপ ছেলেটারেও মাইরা লাশ নদীতে ভাসায়া দিছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

স্বাধীনের দাদা রেজাউল নাতি হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভূমিদস্যু রফিক এবং তার ভাই মিজানের অত্যাচারে রূপগঞ্জের মানুষ সবসময় আতঙ্কে থাকে। কেউ কিছু বলার সাহস পায়নি এতদিন। এখন আর আর চুপ থাকবো না।

এদিকে নিহত দ্বীন ইসলামের মা ঝর্ণা বলেন, ‘আমরা গরিব মানুষ, কোনো দল করি না। শুধু জমির জন্য আমার কলেজে পড়া ছেলেটারে গুলি কইরা মাইরা ফেলছে মিজান। তাদের সাহায্য করছে জসু বাহিনী। আমার কিছু নাই, আমি খুবই গরিব মানুষ। ওরা আামার পোলাটারেও মাইরা ফেলছে, আমারেও বাড়িত থাইক্যা বাইর করে দিছে। আমি এই খুনিদের ফাঁসি চাই।’

ঝর্ণা বলেন, ‘বারাবার থানায় ঘুরেও বিচার পাইনি। পুলিশ আমাদের সাহায্য করেনি।’

রূপগঞ্জের বাসিন্দা হাজী মনিরুল ইসলাম বলেন, দুই ভাই রফিক মিজান আমার বাড়ির ৯৫ শতাংশ জায়গা দখল করে নিছে। এরপর আমার নামেই চাঁদাবাজির মামলা দিছে। তাদের অত্যাচারে আমাকে এলাকাছাড়া হতে হয়েছে। আমার মতো আরও অনেকেই রফিক আর মিজানের অত্যাচারের শিকার। কিন্তু কেউ ভয়ে মামলা করার সাহস পায়নি এতদিন। আমরা এখন তাদের বিচার চাই।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা