নারায়ণগঞ্জের স্বাধীন-দ্বীন ইসলামের হত্যাকারীদের বিচার দাবি

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে নদী থেকে উদ্ধার করা শিশু ওসমান গণি স্বাধীন এবং গুলিতে নিহত দ্বীন ইসলামের খুনিদের বিচার দাবি করেছেন স্বজনরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে দাবি জানানো হয়। এ সময় নিহত শিশু স্বাধীনের বাবা শাহিনুর রহমান, মা উম্মেহানি মুন্নি, দাদা রেজাউল আলমসহ তাদের স্বজন এবং দ্বীন ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত স্বাধীনের বাবা শাহীন অভিযোগ করেন, ‘তারা জমির জন্য আমার নিষ্পাপ ছেলেটারেও মাইরা লাশ নদীতে ভাসায়া দিছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

স্বাধীনের দাদা রেজাউল নাতি হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভূমিদস্যু রফিক এবং তার ভাই মিজানের অত্যাচারে রূপগঞ্জের মানুষ সবসময় আতঙ্কে থাকে। কেউ কিছু বলার সাহস পায়নি এতদিন। এখন আর আর চুপ থাকবো না।

এদিকে নিহত দ্বীন ইসলামের মা ঝর্ণা বলেন, ‘আমরা গরিব মানুষ, কোনো দল করি না। শুধু জমির জন্য আমার কলেজে পড়া ছেলেটারে গুলি কইরা মাইরা ফেলছে মিজান। তাদের সাহায্য করছে জসু বাহিনী। আমার কিছু নাই, আমি খুবই গরিব মানুষ। ওরা আামার পোলাটারেও মাইরা ফেলছে, আমারেও বাড়িত থাইক্যা বাইর করে দিছে। আমি এই খুনিদের ফাঁসি চাই।’

ঝর্ণা বলেন, ‘বারাবার থানায় ঘুরেও বিচার পাইনি। পুলিশ আমাদের সাহায্য করেনি।’

রূপগঞ্জের বাসিন্দা হাজী মনিরুল ইসলাম বলেন, দুই ভাই রফিক মিজান আমার বাড়ির ৯৫ শতাংশ জায়গা দখল করে নিছে। এরপর আমার নামেই চাঁদাবাজির মামলা দিছে। তাদের অত্যাচারে আমাকে এলাকাছাড়া হতে হয়েছে। আমার মতো আরও অনেকেই রফিক আর মিজানের অত্যাচারের শিকার। কিন্তু কেউ ভয়ে মামলা করার সাহস পায়নি এতদিন। আমরা এখন তাদের বিচার চাই।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মিরপুরে আশরাফুল হত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শনিবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান ও মার্কেট বন্ধ

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বোতল নিক্ষেপ, ৩ ছিনতাইকারী আটক

হামলায় পণ্ড ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা নবী উল্লাহ নবী

ঢামেকে রোগীর স্বজনদের টাকা চুরি, নারীসহ আটক ২

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্বপ্নসিঁড়ির ঝমকালো আয়োজন ‘গানেই যুদ্ধ গানেই জয়’

ভাঙা রাস্তা দ্রুত মেরামতের দাবিতে দক্ষিণখানে শুক্রবার মানববন্ধন

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ৩ জন আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :