বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১০

বগুড়ার কাহালুতে স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মহিষামুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খাগড়া গ্রামের ওসমানের ছেলে আরাফাত হোসেন সবুজ (৩৩) ভান্ডুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল (২৬)

পুলিশ জানায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবসন্তপুর গ্রামের রুবেলের সঙ্গে ওই দুই প্রতারকের বগুড়ায় পরিচয় হয়। তারা রুবেলকে সোনার মূর্তি কেনার প্রস্তাব দেন। ঘটনার দিন মুহিষামুড়া এলাকায় ৫০ হাজার টাকা নিয়ে যান রুবেল। টাকা লেনদেন ও মূর্তি দেওয়ার সময় স্থানীয় লোকজনের নজরে পড়ে। জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় কেজি ১১০ গ্রাম ওজনের একটি নকল সোনার মূর্তি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :