নোয়াখালীর হাতিয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুঁতে রাখা অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ৫টি এলজি, একটি এক নলা বন্দুক ও ১৭টি রকেট প্যারাশুট ফ্লেয়ার।
বৃহস্পতিবার সকালে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র বৃহস্পতিবার বিকালে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করা হবে।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএস)