ঢাবি-জাবির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে গণপিটুনির মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এক বিবৃতে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রনেতৃদ্বয় বলেন, স্বৈরাচার মুক্ত নতুন পরিবেশে বাংলাদেশে বাঁচার অধিকার সবার রয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় ৫ আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল প্রতিহিংসার মাধ্যমে দেশের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। হামলা, হত্যা-খুনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে।

ইসলামী ছাত্র আন্দোলন নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। তারা দ্রুততম সময়ে ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি বাংলাদেশে এমন আইন হাতে তুলে নিয়ে গণপিটুনির মতো সংস্কৃতি বন্ধে ও খুনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নূরুল বশর ও মুনতাছির।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যার্থ, দায়িত্ব নিতে প্রস্তুত ইসলামী যুব আন্দোলন

শিবিরকে অন্য ছাত্রসংগঠনের ফ্রেমওয়ার্কে ডিফাইন করলে ভুল হবে: সাদিক কায়েম

২৪ ঘণ্টার মধ্যে কীভাবে মুক্তি পেলেন সাবের চৌধুরী, প্রশ্ন রিজভীর

সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হলে মানুষ সন্দেহ করবে: সরকারকে টিপু

গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আহ্বান রিজভীর

জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আ. লীগ: আমিনুল হক 

জিএম কাদেরসহ জাপা ও ১৪ দলের নেতাদের বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল 

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মির্জা ফখরুল 

এবার শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার দুই মামলা, আসামি ৬২

আওয়ামী লীগ ছাড়বেন সাবের চৌধুরী? বহুমুখী গুঞ্জন, কৌতূহল

এই বিভাগের সব খবর

শিরোনাম :