বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬
অ- অ+

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

সোমবার সকাল ৯টা ৩৬ মিনিটে ঢাকার স্কোর দেখা যাচ্ছে ২১৩, যা খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি। শহরটির স্কোর ১৮৬ এবং বায়ুমান ‍‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৭; চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৬০; পঞ্চম ভারতের কলকাতা, স্কোর ১৪২। ষষ্ঠ উজবেকিস্তানের তাশখন্দ, স্কোর ১২২; সপ্তম উগান্ডার কামপালা, স্কোর ১১৯; অষ্টম কাতারের দোহা, স্কোর ১০৭; নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১০৬; দশম স্থানে রয়েছে কঙ্গোর কিনসাসা, স্কোর ৯৬।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
চাঁদপুরে তাল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা