এফএসআইবি’র এএমডি হিসেবে যোগদান করলেন আবু রেজা ইয়াহিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭
অ- অ+

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন আবু রেজা মো. ইয়াহিয়া।

এর আগে তিনি স্যোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তাঁর দায়িত্বকালে কোম্পানি সেক্রেটারি, ক্যামেলকো ও চিফ ল অফিসার হিসেবে কাজ করেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি এই দুটি ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশন, ডেভেলপমেন্ট উইং, রিটেইল ইনভেস্টমেন্ট উইং ও লিগ্যাল ডিপার্টমেন্টে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

ইয়াহিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম ডিগ্রী অর্জন করেন। সভা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করতে তিনি আমেরিকা, চীন, সিঙ্গাপুর, সৌদিআরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ইয়াহিয়ার লেখা ‘টেকসই ব্যাংকিং’, ‘দি আর্ট অব হ্যাপি লাইফ’ ও ‘ফিটনেসের সাতকাহন’ ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা