এফএসআইবি’র এএমডি হিসেবে যোগদান করলেন আবু রেজা ইয়াহিয়া

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন আবু রেজা মো. ইয়াহিয়া।
এর আগে তিনি স্যোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তাঁর দায়িত্বকালে কোম্পানি সেক্রেটারি, ক্যামেলকো ও চিফ ল অফিসার হিসেবে কাজ করেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি এই দুটি ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশন, ডেভেলপমেন্ট উইং, রিটেইল ইনভেস্টমেন্ট উইং ও লিগ্যাল ডিপার্টমেন্টে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।
(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন