শরীয়তপুরে পুঁতে রাখা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৬
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে শিয়ালের আনাগোনা দেখে স্থানীয় লোকজন খোঁজ নিতে গিয়ে মোকলেস দেওয়ানের বাড়ির দক্ষিণ পাশে বালু দিয়ে ভরাট করা স্থানে পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ বলছে, মরদেহটি ৩০-৩৫ বছর বয়সের এক নারীর। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা