মিরসরাইয়ে পাহাড় থেকে পাথর পড়ে পর্যটক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় গোসল করার সময় মাথায় পাথর পড়ে মাহাবুব হাসান (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এই ঘটনা ঘটে। এসময় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। আহত গাজী আহমেদ বিন শামসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
নিহত মাহাবুব হাসান ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ঢাকার কারওয়ান বাজার এলাকায় ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।
তাদের সহকর্মী মেহেদী হাসান বলেন, শুক্রবার সকালে ৬ সহকর্মীসহ মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন তারা। দুপুরের দিকে ঝরনায় পৌঁছালে সবাই মিলে ঝরনার পানিতে গোসল করছিলেন। হঠাৎ উপর থেকে একটি পাথর পড়ে এই সময় আমি পানিতে পড়ে অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান ফিরে এলে শুনি আমাদের এক সহকর্মী মারা গেছেন। একজন গুরুতর আহত হয়েছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে একজন পর্যটক ঘটনাস্থলে মারা যান। আরেকজন গুরুতর আহত হন। আহত পর্যটককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন