আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৭:৪৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের এক দফার আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দেশি-বিদেশি চিকিৎসরা পরামর্শ ও চিকিৎসাসেবা দেবেন।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞগণের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

আন্দোলনে আহত যেসকল চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রয়োজন তাদেরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মোবাইল নম্বর: ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ ও ০১৭১৭৪৮৭৮০৭-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আন্দোলনে দেশজুড়ে পুলিশের ছোড়া রাবার বুলেট ও ছররা গুলিসহ বিভিন্ন কারণে চোখে আঘাত পেয়েছেন অসংখ্য মানুষ। শুধু রাজধানীর দুটি হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন হাজারের বেশি মানুষ। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়া এসব মানুষের মধ্যে ৩৯০ জন এক চোখের দৃষ্টি হারিয়েছে। উভয় চোখের দৃষ্টি হারিয়েছে ২১ জন। গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে আরও প্রায় ২০০ রোগীর।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা