ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১৭, মৃত্যু নেই

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন ভর্তি হয়েছেন ১৬৪ জন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ২৩ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ১০ জন, বরিশালে ৫ জন এবং সিলেটে ১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৭৭ জন। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৭৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা।
(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এমআর)

মন্তব্য করুন