গ্রাহক সেবা উন্নয়নে যশোরে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:১০
অ- অ+

সেবা প্রদানের সব সূচকে গতিশীলতা আনয়ন ও ইতিবাচক পরিবর্তন এবং কর্মসংস্থান ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে ব্যবসায়িক পর্যালোচনা সভা করেছে কর্মসংস্থান ব্যাংক যশোর শাখা।

শুক্রবার জয়তী সোসাইটিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। রজতজয়ন্তী উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ১০০ দিনের (২৩ সেপ্টেম্বর হতে ৩১ ডিসেম্বর ২৪’ পর্যন্ত) বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা এবং ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো. মোমতাজ উদ্দিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঋণ আদায় বৃদ্ধি ও খেলাপি ঋণ হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি গ্রাহকসেবার মানোন্নয়নসহ ব্যাংকের কর্মপরিবেশ উন্নয়নের ওপর আলোকপাত করেন।

খুলনা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে খুলনা, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও সেকেন্ড কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা