ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত ও সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১৬:০৯
অ- অ+

ভোলায় পৃথক অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল দেশীয় অস্ত্রসহ এক ডাকাত এবং এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন- দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মো. কামাল (৫০) এবং সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬)।

সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল।

এ বিষয়ে স্থানীয়রা কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং রবিবার গভীর রাতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের একটি বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় দুটি পৃথক অভিযান চালায়।

অভিযানে দুটি বাড়ি তল্লাশী করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল দেশীয় অস্ত্র ও একটি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা