ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত ও সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১৬:০৯
অ- অ+

ভোলায় পৃথক অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল দেশীয় অস্ত্রসহ এক ডাকাত এবং এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন- দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মো. কামাল (৫০) এবং সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬)।

সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল।

এ বিষয়ে স্থানীয়রা কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং রবিবার গভীর রাতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের একটি বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় দুটি পৃথক অভিযান চালায়।

অভিযানে দুটি বাড়ি তল্লাশী করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল দেশীয় অস্ত্র ও একটি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা