বাংলাদেশ নিম্নমানের ক্রিকেট খেলছে: আকাশ চোপড়া

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১৮:২৪
অ- অ+

ভারতের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহদের অনুপস্থিতিতে অনভিজ্ঞ ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি শান্ত বাহিনী, হেরেছে সাত উইকেটের বিশাল ব্যবধানে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে, নিম্নমানের ক্রিকেট খেলছে বাংলাদেশ।

রোহিত, কোহলি, বুমরাহর মতো বড় তারকারা নেই। টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজরাও। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের অধীনে রবিবার (৬ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হয়ে অভিষেক হয়েছে মায়াঙ্ক যাদব ও নীতিশ কুমার রেড্ডির। অথচ এমন একটি দলের কাছে কি না পাত্তাই পেলো না অভিজ্ঞ বাংলাদেশ। সফরকারীদের ১২৭ রানে অলআউট করার পর ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

এমন একপেশে ম্যাচের বর্ণনা দিতে গিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘পর্যুদস্ত, ছিন্নভিন্ন; বাংলাদেশ তোমরা কী করতেছো? কী ধরনের ক্রিকেট খেলছো? কাছাকাছিও যেতে পারোনি। এটা কোনো ম্যাচের কাতারেই পড়ে না। ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। যে বল করতে আসছে, উইকেট পাচ্ছে এবং যে ব্যাট করতে আসছে, সে-ই মারছে।’

মাত্র ১২৮ রান তাড়া করতে নেমেও অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া দুইশর ওপর স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। টাইগার বোলারদের কোনো পাত্তাই দেয়নি তারা। অথচ শুরুতে যখন শান্ত বাহিনী ব্যাট করতে নেমেছিল, তখন ভারতীয় বোলারদের দাপটে ক্রিজে কেউ দাঁড়াতেই পারছিল না। না ব্যাটে, না বলে; কোনো বিভাগেই লড়াই করতে পারেনি শান্তরা।

আকাশ বলেন, ‘দুঃখিত, সম্মান রেখেই বলতে চাই, ভারত এমন (আধিপত্য করে) খেলছে কারণ তোমরা আমাদের কোনো চ্যালেঞ্জই জানাতে পারোনি। তোমরা নিম্নমানের ক্রিকেট খেলছো।’

দুই ম্যাচের টেস্ট সিরিজেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও একেবারে মলিন। আগামী ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজ টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই শান্তদের। শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১২ অক্টোবর হায়দরাবাদে।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলি হামলায় এক দিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত, আহত ৩৫৬
গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে যা বললেন
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা