অর্থ মন্ত্রণালয়ের হিসাব বিভাগের মহানিয়ন্ত্রক হলেন এস এম রেজভী
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদে নিয়োগ পেয়েছেন নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা এস এম রেজভী।
সিজিএ হিসেবে যোগদানের আগে তিনি ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র), ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট), মহাপরিচালক কমার্সিয়াল অডিটসহ নিরীক্ষা ও হিসাব বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন সিজিএ এস এম রেজভী ১৫ বিসিএসের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।
(ঢাকাটাইমস/০৮অক্টোর/এসআইএস)