চাঁপাইনবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজু হচ্ছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
অন্যদিকে মিজানুর রহমান মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হচ্ছেন- একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তাদের মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জুবায়ের হোসেন জানান, সকালের দিকে পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান মিজু মাওলানা হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এসময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে মিজু তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে সে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই জুবায়ের।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী সুইট জানান, সকালে মিজু নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। পরে মৃত কিনা নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করা হয়। ইসিজিতে তাকে মৃত পাওয়া যায়। শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মিজু নামের এক ব্যক্তিকে স্থানীয় জনতা পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখেছে। সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মিজু সকালে দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা জানান মিজু একজন মাদক কারবারি ছিলেন।(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)