পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৪
অ- অ+

বন্দুকধারীদের হামলায় পাকিস্তানে প্রাণ গেল ২০ শ্রমিকের। শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি একটি কয়লা খনিতে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও সাত শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার সকালে পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি ও হিন্দুস্তান টাইমস। নিহতদের মধ্যে তিনজন আফগান এবং দেশটির আরও চারজন আহত হয়েছেন।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেছেন, ‘একদল সশস্ত্র লোক শুক্রবার ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানির খনিগুলোতে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

এদিকে দুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং সাতজনকে আহত অবস্থায় পেয়েছি।’

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭০ কোটি টাকা তছরুপ: ইউনাইটেড গ্রুপের সিইও শেখ ফারুক হোসেন অপসারিত
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা