ধানমন্ডি থেকে সাবেক এমপি হাজী রহিম উল্লাহ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন ব্যাটেলিয়নটির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় ফেনীর সোনাগাজী এলাকায় টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/এলএম/এমআর)

মন্তব্য করুন